মালদা

রাস্তার জল জমে থাকার জন্য অভিনব কায়দায় বিক্ষোভ ধানহাটি

রাস্তা জলমগ্ন হওয়ায় স্থানীয়রা ক্ষোভে রাস্তায় অভিনব কায়দায় জাল দিয়ে রাস্তায় মাছ ধরতে দেখা গেল পুরাতন মালদার অন্তর্গত পালপাড়া ধানহাটি পৌরসভার ৭ নম্বর ও ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। দুইদিন ধরে শহরে হওয়া বৃষ্টিতে রাস্তায় জল জমেছে ফলে সমস্যায় পড়েছে সাধারন মানুষ। ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিপেন পাল জানান চেয়ারম্যানকে বারবার বলা হলেও তিনি এই ব্যাপারে কোন উত্তর দেননি। ফলে সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। এই সমস্যার জন্য দ্বায়ী পৌরসভা। এলাকাবাসীদের অভিযোগ আর কিছু দিনের মধ্যে ধানহাটিতে শুরু হবে ধান কেনা বেচা। কিন্তু রাস্তার কাজ হবে তার জন্য রাস্তাটি খনন করা হয়েছে। চারিধারে ছড়িয়ে রয়েছে পাথর আর বালি ফলে ফুটপাতের দোকান গুলি বেশির ভাগই বন্ধ হয়ে পড়েছে। ফলে সমস্যায় পড়েছে ওই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। এমনকি রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকার জন্য প্রতিদিনের যাত্রী, স্কুল পড়ুয়া ও যান চলাচল অসুবিধার মুখে পড়েছে। এলাকাবাসীরা জানান শীঘ্রই এই রাস্তার কাজ শুরু না করা হলে আগামীতে তারা পথ অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামবে।